প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 8, 2026 ইং
বাকৃবি কর্মচারীদের আবাসনে ১০তলা ভবনের ভিত্তি স্থাপন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অধিকতর উন্নয়ন প্রকল্পের অর্থায়নে ০৭ জানুয়ারি ২০২৬, বুধবার সকাল ০৯.৩০টায় ৪র্থ শ্রেণীর কর্মচারীদের জন্য লিফট ও অন্যান্য ধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি ১০তলা ভবন ১৬ কোটি ০১ লক্ষ ৮০ হাজার ৫৬০ টাকা চুক্তি মূল্যে নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
এসময়ে অন্যান্যের মাঝে ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মো: বাহানুর রহমান, কৃষি অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মাসুম আহমাদ, মাৎসবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক প্রফেসর ড. মো: মোশাররফ উদ্দীন ভূঞা, প্রক্টর প্রফেসর ড. আব্দুল আলীম, প্রধান প্রকৌশলী মোহাম্মদ আতিকুর রহমান, কৃষি মিউজিয়াম পরিচালক কৃষিবিদ মো: মনির আহম্মেদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুহঃ এনামুল হকসহ অন্যান্য আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com